Saturday, January 3, 2015

anandamela 27 april 1994 Bhoot Adbhut

বিশেষ ভৌতিক গল্প সঙ্খ্যা ভূত অদ্ভূত





এতে আছে দশটি ভূতের গল্প।এর মধ্যে কয়েকটা মনে রাখার মত।

3 comments:

ranjan gangopadhyay said...

অনেক ধন্যবাদ দাদা । পরেরটার অপেক্ষায় রইলাম ।

Abhishek Mukherjee said...

অসংখ্য ধন্যবাদ এই ব্লগের জন্য। এত এত পাতা স্ক্যান, এডিট করা মোটেই সহজ নয়। আমি কৃতজ্ঞ।

আমার একটা অনুরোধ আছে। আমি আনন্দমেলার একটা বিশেষ সংখ্যা খুঁজছি। সম্ভবত 1991 বা 1992 সালের। নাম ছিলো 'বারো ভূতের গল্প'। মলাটে একটা বড় খুলির ছবি ছিলো। সৈয়দ মুস্তাফা সিরাজের 'তিন আঙুলে দাদা', রতনতনু ঘাটীর 'অন্য মহিম', শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'টেলিফোনে', সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কেন দেখা দিলো না' ইত্যাদি গল্পগুলো ছিলো। আপনার পুরো ব্লগটা আমি খুঁজেছি। অন্য অনেক ভালো সংখ্যা পেয়েছি কিন্তু ওটা পাইনি। ওটা যদি আপনার কাছে থাকে, দয়া করে আপলোড করবেন? করলে আমি খুব খুব খুশি হবো।

আমি যখন নার্সারিতে পড়তাম সেই সময়কার আনন্দমেলা ওটা। বাবা মা আমায় পড়ে শোনাতো, আমি ছবি দেখতাম। এত বছর পর খুব ইচ্ছে করছে ওই সংখ্যাটা পড়তে। আমার বাড়িতে ওইটা ছাড়াও আরো অনেক পুরনো আনন্দমেলা ছিলো। কোথায় হারিয়ে গেছে, আর খুঁজে‌ পাচ্ছি না।

একটু দেখবেন কাইন্ডলি, 'বারো ভূতের গল্প' সংখ্যাটা যদি পান।

ANIRBAN said...

Dada apni amar chotobela ta ar ekbar firiye dilen
apna ke oshonkhho Dhonyyobad